ওয়াল কেবিনেট ডিজাইন ওয়াল কেবিনেট ডিজাইন

টিভি ওয়াল কেবিনেট ডিজাইন: হাতিলের সেরা ১২টি টিভি রাখার কেবিনেট ডিজাইন

আধুনিক লিভিং রুমের জন্য আকর্ষণীয় টিভি রাখার কেবিনেট খুঁজছেন? সঠিক ডিজাইন, দাম ও আকার নিয়ে চিন্তিত? চিন্তার কিছু নেই! বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে আধুনিক ও ভার্সেটাইল ডিজাইনের টিভি কেবিনেট, একদম আপনার হাতের নাগালেই। আমরা আপনাকে হাতিলের সেরা টিভি কেবিনেট সম্পর্কে তথ্য দেব, যাতে আপনি সহজেই আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক কেবিনেটটি বেছে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে জেনে নিই টিভে কেবিনেট কেনার আগে যা যা মাথায় রাখবেন।

টিভি কেবিনেট কেনার আগে যে বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেন

একটি আধুনিক লিভিং রুমের অন্যতম আকর্ষণ হচ্ছে এর মিডিয়া সেন্টার। অর্থাৎ টিভি, টিভি সেল্ফ ইত্যাদি। আমরা অনেকেই অনেক টাকা ব্যয় করি লিভিং রুমের পেছনে। কিন্তু আমাদের লিভিং রুমের অন্যতম আকর্ষণ মিডিয়া সেন্টারের দিকে কি খুব একটা নজর দিচ্ছেন না?

পুরনো টিভি আর পুরনো আমলের টিভি সেল্ফ দিয়েই চালিয়ে দিচ্ছেন? তাহলে কিন্তু আপনার লিভিং রুমের পুরো আকর্ষণই ফিকে হয়ে যাবে। একটি আধুনিক টিভি কেবিনেটই পারবে আপনার লিভিং রুমের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে। আপনার অতিথিদের চোখে সবার আগে পড়বে নান্দনিক একটি মিডিয়া সেন্টার, অভিজাত একটি টিভি কেবিনেট। 

একটি আধুনিক টিভি কেবিনেটই পারবে আপনার লিভিং রুমের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে। আপনার অতিথিদের চোখে সবার আগে পড়বে নান্দনিক একটি মিডিয়া সেন্টার, অভিজাত একটি টিভি কেবিনেট। তাই আজই খুঁজে নিন আপনার পছন্দের টিভি কেবিনেটটি। আমাদের এই লেখাটি থেকে জেনে নিন বাংলাদেশের সেরা টিভি কেবিনেট সম্পর্কে।

একটি টিভি কেবিনেট কেনার আগে কিন্তু অনেক কিছুই জানতে হয়। আর শুধু টিভি কেবিনেট কেন? যেকোনো প্রডাক্ট সম্পর্কে জানার আগেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। নয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।

আর শুধু টিভি কেবিনেট কেন? যেকোনো প্রডাক্ট সম্পর্কে জানার আগেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। নয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন বাজেট, টিভি কেবিনেটের আকার, রুমের আকার, অন্যান্য মানসম্মত ফার্নিচার, রুমের দেয়ালের রং এই সব বিষয় মাথায় রাখতে হয়। চলুন জেনে নেই এই পারিপার্শ্বিক বিষয় গুলো কি কি। 

১. টিভি কেবিনেট কেনার জন্য বাজেট নির্ধারণ করুন

যেকোনো কেনাকাটার আগে বাজেট নির্ধারণ করা অত্যন্ত জরুরি। একটি ফার্নিচার পছন্দ করার পর যদি দাম বেশি হয়, তাহলে সেটি না কিনতে পারাটা হতাশাজনক হতে পারে। তাই শুরুতেই বাজেট ঠিক করুন এবং সেই অনুযায়ী কেনাকাটা করুন। লিভিং রুম সাজাতে শুধু টিভি রাখার কেবিনেটই নয়, আরও অনেক কিছু লাগতে পারে, তাই বাজেট ব্যালেন্স করাই বুদ্ধিমানের কাজ। 

তাই শুধু ফার্নিচার নয়, যেকোনো জিনিস কেনার আগে আপনাকে বাজেট নির্ধারণ করতেই হবে। এজন্য প্রথমেই একটি আসবাব কেনার আগে আপনার বাজেট ঠিক করুন এবং দোকানে গিয়ে সেই বাজেটের মধ্যে ফার্নিচার খুঁজুন। আপনার বাজেটে থেকে অনেক বেশি দাম দিয়ে কিছু কিনলে প্রথম যে সমস্যার মুখে পড়বেন তা হল, অন্যান্য জিনিস কেনার সময়ে বাজেট সংকটের মধ্যে পড়তে হবে৷

আর আপনার লিভিং রুমের জন্য একমাত্র টিভি কেবিনেট নয় আরো অনেক কিছু কিনতে হতে পারে। একটার জন্য আরেকটা বাদ দিবেন তা তো হয় না। তাই আপনার বাজেটের মধ্যে টিভি কেবিনেট কিনুন। আগেই তথ্য গুলো যোগাড় করে নিন যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়।

তবে একটি জিনিস খেয়াল রাখবেন। বাজেট কমাতে কমাতে একদম বেশিও কমিয়ে ফেলা যাবে না। কারন আপনার লিভিং রুম আপনার বাসার প্রথম আকর্ষণ। আর এই আকর্ষণ আরো কয়েকগুণে বাড়িয়ে তুলবে একটি আধুনিক মিডিয়া সেন্টার। একটি নান্দনিক টিভি কেবিনেট কিন্তু মুহুর্তেই বদলে দেবে লিভিং রুমের চেহারা।

তাই বাজেট এমন ভাবে ব্যালেন্স করুন যাতে আপনার সংকটেও পড়তে না হয় আবার লিভিং রুমের সাজসজ্জাতেও যেন কোনো কমতি না হয়।

আজকাল ১০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে দারুণ ডিজাইনের টিভি কেবিনেট পাওয়া যায়। তাই আগেই তথ্য সংগ্রহ করুন এবং আপনার বাজেটের মধ্যে সেরা কেবিনেটটি বেছে নিন, যা আপনার লিভিং রুমের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। 

আর তা আছে আপনার হাতের নাগালেই। তাই দেরী না করে নিকটস্থ ফার্নিচারের দোকানে খোঁজ করুন আপনার পছন্দের টিভি কেবিনেটটি।

২। রুমের আকার অনুযায়ী টিভি কেবিনেট কিনুন

আপনার লিভিং রুম যদি ছোট হয়, তাহলে টিভি কেবিনেট কেনার আগে জায়গার বিষয়টি বিবেচনা করুন। আজকাল আধুনিক ও কমপ্যাক্ট ডিজাইনের কেবিনেট পাওয়া যায়, যা জায়গা বাঁচিয়ে ঘর সাজাতে সাহায্য করে। ছোট রুমে বড় কেবিনেট দৃষ্টিকটু দেখায় ও চলাফেরায় অসুবিধা হয়। তাই ছোট রুমের জন্য ভার্সেটাইল ডিজাইন বেছে নিন। 

এর জন্য দরকার হবে পূর্ব পরিকল্পনা। অর্থাৎ আপনার লিভিং রুম যদি ছোট হয় তাহলে টিভি কেবিনেট কেনার আগে সে বিষয়টি মাথায় রাখবেন। আজকাল ছোটোর মধ্যে অনেক আধুনিক ও ভার্সেটাইল ডিজাইনের টিভি কেবিনেট পাওয়া যায়। এতে আপনার লিভিং রুমের জায়গাও তেমন একটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

আর ছোট জিনিস কিন্তু দেখতেও খারাপ লাগে না। আজকাল সবাই ছোটোর মধ্যে গর্জিয়াস জিনিসকে বেশি পছন্দ করে থাকে৷ আর ছোটো রুমে একটি বড় টিভি কেবিনেট দেখতেও দৃষ্টিকটু লাগে। এতে করে অন্যন্য ফার্নিচার রাখতেও সমস্যা হয়। রুমে হাঁটাচলা করে অসুবিধা হয়। তাই ছোট রুমের ক্ষেত্রে এ বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেন।

অন্যদিকে, বড় লিভিং রুমে বড় ও অভিজাত টিভি কেবিনেট বেশি মানানসই, যা মিডিয়া সেন্টার হিসেবে আকর্ষণীয় হয়ে উঠবে। সঠিক পরিকল্পনা করে কেবিনেট নির্বাচন করুন, যাতে রুমের সৌন্দর্য ও কার্যকারিতা দুটোই বজায় থাকে।

নয়ত অত বড় রুমের এক কোনায় পড়ে থাকা কেবিনেট কারো নজরেই আসবে না৷ বড় এবং অভিজাত ডিজাইনের টিভি কেবিনেট বড় লিভিং রুমের জন্য বেশি মানানসই।

আরো পড়ুন: লিভিং রুম এর জন্য ইনডোর ডেকোরেশন আইডিয়া

৩। অন্য আসবাবের সাথে সামঞ্জস্য রেখে টিভি কেবিনেট কিনুন

যেকোনো একটি আসবাব কেনার আগে অবশ্যই রুমের অন্য আসবাবের সাথে সামঞ্জস্য রেখে কিনতে হয়। নয়ত দেখতে খুবই দৃষ্টি কটু লাগে। এজন্য টিভি কেবিনেট কেনার আগে আপনাকে লিভিং রুমের অন্য সব আসবাব গুলোর দিকে নজর দিতে হবে। ধরুন আপনার ঘরের সব আসবাব খুবই আধুনিক।

লিভিং রুমের অন্য আসবাব গুলোও খুবই অভিজাত দেখতে। এখন আপনিই বলুন। এমন একটি আধুনিক লিভিং রুমে কি একটি সাধারণ দেখতে টিভি কেবিনেট মানায়? না মানয় না৷ কারন একটি রুমের প্রতিটি আসবাবের সাথে প্রতিটি আসবাবের একটি মিল বা সামঞ্জস্য থাকা উচিত৷ নয়ত কোনো সৌন্দর্যই ফুটে উঠে না৷ তাই টিভি কেবিনেট কেনার আগে অন্য আসবাব গুলোর ডিজাইন ও আকারের উপর খেয়াল রাখুন৷

৪। রুমের দোলের রং, টাইলস, সিলিং ও অন্য পারিপার্শ্বিক বিষয় গুলো মাথায় রেখে টিভি কেবিনেট কিনুন

রুমের পরিবেশ ও সাজসজ্জার সাথে মানানসই আসবাব নির্বাচন করা জরুরি, নইলে তা রুমের সৌন্দর্য নষ্ট করতে পারে। লিভিং রুমের টাইলস বা দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টিভি কেবিনেট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। 

যদি রুমের টাইলস সাধারণ হয়, তবে খুব উজ্জ্বল বা ভারী ডিজাইনের কেবিনেট মানাবে না। আবার, গাঢ় রঙের দেয়ালে বড় ও ভারী কেবিনেট রুমকে আরও ছোট দেখাতে পারে। তাই জায়গার পরিমাপ ও রঙের সমন্বয় রেখে হালকা ও সিম্পল ডিজাইনের কেবিনেট নির্বাচন করুন, যা আপনার রুমের পরিবেশের সঙ্গে মানানসই হবে এবং দৃষ্টিনন্দন লাগবে।

আবার আপনার লিভিং রুমের রং যদি হয় একটু কম প্রতিফলক অর্থাৎ একটি ডিপ কালার তাহলে এমনিতেই রুম ছোট দেখায়। এমন সময় অনেক ভারী ডিজাইন কিংবা বড় টিভি কেবিনেট কিন্তু মানানসই হবে না৷ তখন আপনার দরকার হবে ছোট খাটো এবং হালকা ডিজাইনের একটি কেবিনেট। তাই এসব পারিপার্শ্বিক জিনিসের ওপর অবশ্যই নজর দিবেন। এরপর ভেবে চিন্তে টিভি কেবিনেট কিনবেন।

আরো পড়ুন: ডিভানের গল্প

৫। ভার্সেটাইল ডিজাইনের টিভি কেবিনেট পছন্দ করুন

একটি আধুনিক লিভিং রুমের জন্য অবশ্যই ভার্সেটাইল ডিজাইনের টিভি কেবিনেট পছন্দ করা উত্তম। আধুনিক যুগের মানুষ সবকিছু একটু আলাদা ও ইউনিক পছন্দ করে। এতে করে অল্পের মধ্যে আপনি আপনার লিভিং রুমকে একটি নান্দনিক রুপ দিতে পারবেন। 

এতে করে অল্পের মধ্যে আপনি আপনার লিভিং রুমকে একটি নান্দনিক রুপ দিতে পারবেন। আজকাল অল্পের মধ্যে অনেক সুন্দর সুন্দর আসবাব পাওয়া যায়। টিভি কেবিনেট ও এদিক থেকে পিছিয়ে নেই। কারণ এখন বাংলাদেশেই পাওয়া যায় অনেক আধুনিক ডিজাইনের টিভি কেবিনেট

যেগুলো এই যুগের সাথে খুবই মানানসই। দেখতেও ইউনিক। একটি ভার্সেটাইল ডিজাইনের টিভি কেবিনেট কিন্তু মুহুর্তেই পারবে আপনার লিভিং রুমকে নানন্দিকতার সহিত সাজাতে। এর জন্য খুব বেশি কসরতের প্রয়োজন পড়বে না।

৬। টিভি কেবিনেট কেনার পূর্বে প্রডাক্ট ম্যাটেরিয়াল সম্পর্কে জানুন

যেকোনো জিনিস ক্রয় করার আগে প্রডাক্ট ম্যাটেরিয়াল চেক করা খুবই জরুরি। কারণ একটি টিভি কেবিনেটের পেছনে আপনি কম টাকা ব্যয় করছেন না। তাই আমরা পরামর্শ দেবো মানসম্মত ম্যাটেরিয়ালের টিভি কেবিনেট কেনার।

শুধু টিভি কেবিনেট কেন? যেকোনো জিনিস বা আসবাব কেনার আগে আমরা পরামর্শ দেব এর গুণগত মান এবং ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা নিতে। আর আপনার কাছে যদি এগুলো সম্পর্কে ধারণা না থাকে কোনো সমস্যা নেই।

আমরা এমন কিছু টিভি কেবিনেট সম্পর্কে আলোচনা করব যেন আপনি জানতে পারেন কোন টিভি কেবিনেট এর মান কেমন। কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরী।

আরো পড়ুন: অর্গনোমিকস এর প্রয়োজনীয়তা

৭। টেকসই এবং পার্ফেক্ট ফিনিশিং দেখে কিনুন

একটি টিভি রাখার কেবিনেট কিন্তু ওয়ান টাইম ব্যবহারের জন্য নয় এই জিনিসটা মাথায় রাখবেন। আর অল্প কিছুদিন ব্যবহার করার জন্যও আপনি টিভি কেবিনেট কেনেননি। অবশ্যই দীর্ঘ দিন ব্যবহারের জন্য ক্রয় করেছেন। কারণ অনেকগুলো টাকা ব্যয় করে একটি টিভি কেবিনেট কেনার পর যদি দেখেন অল্প দিনের মধ্যে এর মেয়াদ শেষ, তখন কিন্তু আপনারই মাথায় হাত পড়বে। তাই মানসম্মত জিনিস কিনুন যাতে টেকসই হয়।

কারণ অনেক গুলো টাকা ব্যয় করে একটি টিভি কেবিনেট কেনার পর যদি দেখেন অল্প দিনের মধ্যে এর মেয়াদ শেষ, তখন কিন্তু আপনারই মাথায় হাত পড়বে। তাই মানসম্মত জিনিস কিনুন যাতে টেকসই হয়।

আর যেহেতু টিভি কেবিনেট থাকবে আপনার লিভিং রুমে তাই এটি হবে মূল আকর্ষণ। এজন্য এর ফিনিশিংও হতে হবে খুবই মানসম্মত। নয়ত আপনার মানসম্মানে গিয়ে লাগবে মানহীন ফার্নিচারের দায়।

৮। আপনার রুচিকে সমর্থন করবে এমন টিভি কেবিনেট কিনুন

আপনার লিভিং রুম আপনার রুচির প্রতিচ্ছবি, তাই আসবাব কেনার সময় সেটি মাথায় রাখা জরুরি। টিভি কেবিনেট লিভিং রুমের অন্যতম প্রধান অংশ, যা আপনার ব্যক্তিত্ব ও স্ট্যাটাস প্রকাশ করে। আজকাল বিভিন্ন রুচি ও ডিজাইনের কেবিনেট সহজেই পাওয়া যায়, তাই এমন কিছু বেছে নিন যা আপনার ঘরের পরিবেশ ও রুচির সঙ্গে মানানসই। 

এই অংশটাকেই আপনি আপনার রুচি অনুযায়ী সাজিয়ে নিন। বর্তমানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আসবাব পাওয়া যায়৷ যেকোনো রুচির মানুষ সহজেই তার পছন্দ মত যেকোনো আসবাব ক্রয় করতে পারে। তাই আপনি এমন কোনো আসবাব ঘরে আনবেন না যা আপনার স্ট্যাটাসের সাথে যায় না।

এতক্ষণ জানলেন একটি টিভি কেবিনেট কেনার আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে। কিন্তু এত সব জিনিস বিবেচনা করে আসবাব কিনতে হলে আপনাকে জানতে হবে কোথায় পাওয়া যাবে এমন কেবিনেট।

তবে কেনার আগে বিভিন্ন কেবিনেট সম্পর্কে ধারণা নিন, তুলনা করুন এবং সঠিকটি নির্বাচন করুন। আমরা আপনাকে বাংলাদেশের সেরা কিছু টিভি কেবিনেট সম্পর্কে জানাতে সাহায্য করব, যাতে আপনি সহজেই আপনার পছন্দের কেবিনেটটি খুঁজে পান।

এরপর আপনি তুলনা করতে পারবেন আসলে আপনার জন্য কোন টিভি কেবিনেট টি সঠিক। চলুন আপনাকে পরিচয় করিয়ে দেই বাংলাদেশের সেরা কিছু টিভি কেবিনেট এর সাথে।

আরো পড়ুন: চলছে ফেব্রিক সোফার ট্রেন্ড

বাংলাদেশের সেরা ১২টি টিভি ওয়াল কেবিনেট ডিজাইন

১। Barnum – 120

HATIL TV Cabinet Barnum 120

Barnum – 120 একটি অত্যাধুনিক টিভি কেবিনেট। আপনার স্মার্ট লিভিং রুমের জন্য একদম পারফেক্ট একটি প্রোডাক্ট। এই টিভি কেবিনেট এর আরো কিছু বিশেষত্ব জেনে নিন-

প্র্যাকটিকাল ফাংশনিং

Barnum -120 এমনই একটি টিভি কেবিনেট যার ফাংশনিং খুবই প্র্যাকটিকাল এবং যেকোনো ধরনের স্মার্ট টিভির সাথে মানানসই। আপনার টিভি যদি সাধারণ মানের হয়েও থাকে এই টিভি কেবিনেট আপনার সাধারণ টিভিকেও অসাধারণ করে তুলতে পারবে। তাই অভিজাত লুকের একটি টিভি কেবিনেট খুঁজে থাকলে এটি খারাপ হবে না।

অথবা আপনার টিভি যদি সাধারণ মানের হয়েও থাকে এই টিভি কেবিনেট আপনার সাধারণ টিভিকেও অসাধারণ করে তুলতে পারবে। তাই আপনি যদি অভিজাত লুকের একটি টিভি কেবিনেট খুঁজে থাকেন, তাহলে এটি খারাপ হবে না।

স্ট্যান্ডার্ড কালার

Barnum টিভি কেবিনেট এর কালার খুবই অথেনটিক এবং ন্যাচারাল। যার ফলে যেকোনো রুমের দেয়ালের রং, টাইলস, সিলিং এসবের সাথে সহজেই মানিয়ে যায়৷

তাই আপনি কোনো রকম সংশয় ছাড়া কিনতে পারেন এই টিভি কেবিনেটটি। এর কালার গ্যারান্টি এবং কোয়ালিটি দুটোও অতুলনীয়।

ভার্সেটাইল ডিজাইন

আধুনিক যুগের মানুষ সব কিছু একটু আধুনিক বা ইউনিক খুঁজে। এই টিভি কেবিনেটও তেমনি একটি প্রডাক্ট। এর ডিজাইন খুবই ভার্সেটাইল। যার ফলে সহজেই যুগের সাথে তাল মিলিয়ে যায়৷

টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারের যোগ্য

Barnum টিভি কেবিনেট খুবই টেকসই একটি আসবাব। এটি দীর্ঘদিন ব্যবহার করার জন্য উপযুক্ত। যদি সঠিক ভাবে যত্ন নেয়া যায় তাহলে অনায়াসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়া।

Check Price

২। Chopin – 110

HATIL TV Cabinet Chopin 110

Chopin – 110 কেবিনেট অসম্ভব সুন্দর একটি প্রডাক্ট। খুব সহজেই যেকোনো পরিবেশে এটি মানানসই। আপনার জেনে নেয়া উচিত এই টিভি কেবিনেট এর বিশেষ ফিচার গুলো-

পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল

Chopin – 110 টিভি কেবিনেট তৈরী করা হয়েছে খুবই মানসম্মত এবং পরিবেশ বান্ধব উপাদান দিয়ে। ক্লিন ড্রাইড ইম্পোর্টেড উড ব্যবহার করা হয়েছে এই টিভি কেবিনেটটিতে।

ইম্পোর্টেড হার্ডওয়্যার ফিটিং

এই টিভি কেবিনেটে রয়েছে অসাধারণ ফিনিশিং এবং এর হার্ডওয়্যার ফিটিং খুবই ইউনিক এবং পুরোপুরি ইম্পোর্টেড।

Check Price

৩। Davis – 125

Hatil TV Cabinet Davis-125

Davis- 125 একটু ইউনিক কোয়ালিটির একটি টিভি কেবিনেট। এর ফিচার গুলোও একটু ইউনিক। চলুন জেনে নেই এর ফিচারগুলো-

ইউনিক কালার কম্বিনেশন

এর কালারের মধ্যে অন্য টিভি কেবিনেটের তুলনায় ভিন্নতা লক্ষ করা যায়। এই টিভি কেবিনেট এর দুটি কালার রয়েছে। তা হল ন্যাচারাল এবং হোয়াইট। অথবা ইবোনী ও হোয়াইট।

অসাধারণ ম্যাটেরিয়াল ও উড ফিনিশিং

এর বিশেষত্ব হচ্ছে এর লেমিনেশন বোর্ড। এই টিভি কেবিনেট তৈরী করা হয়েছে সুপিরিয়র কোয়ালিটির মেলামাইন বোর্ড পার্টিকেল থেকে। আর এগুলো পুরোপুরি ইম্পোর্টেড কোয়ালিটির।

এছাড়াই সুপিরিয়র কোয়ালিটির মাইল্ড স্টিল ও ব্যবহার করা হয়েছে। এই টিভি কেবিনেট নিঃসন্দেহে একটি দারুন প্রোডাক্ট। আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে কিনে নিতে পারেন এই Davis – 225 টিভি কেবিনেটটি।

Check Price

৪। Dory – 102

HATIL TV Cabinet Dory 102

Dory – 102 একটি আধুনিক টিভি কেবিনেট। এটি খুবই ভার্সেটাইল কোয়ালিটি সম্পন্ন একটি টিভি কেবিনেট। এর ফিচার গুলো জানলেই বুঝতে পারবেন এর বিশেষত্ব কি।

অল্প জায়গায় ফিটিং করার যোগ্য

এই প্রোডাক্টটি অল্পের মধ্যে আপনার টিভি কেবিনেট কেনার স্বপ্ন পূরণ করবে। আপনার লিভিং রুমে যদি জায়গার স্বল্পতা থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই টিভি কেবিনেট কে নিঃসন্দেহে বাড়ি নিয়ে আসতে পারেন৷ এটি যেকোনো স্বল্প জায়গায় ফিট হয়ে যায়। এর সাইজটাই এমন যে ছোটোর মধ্যেও সব কাজ সুন্দর ভাবে সম্পন্ন করবে।

ফিনিশিং

এই টিভি কেবিনেট এর ফিনিশিং ও অসাধারণ। তাই আপনার লিভিং রুমের শোভা কোনো অংশে কমতে দিবে না।

ম্যাটেরিয়াল এবং কালার

এর ম্যাটেরিয়াল গুলো সুপিরিয়র ইম্পোর্টেড কোয়ালিটির। কালার এন্টিক। বেশিরভাগ পার্টস তৈরী করা হয়েছে ন্যাচারাল কম্পোনেন্টস দিয়ে।

Check Price

৫। Emily – 113

HATIL TV Cabinet Emily 113

Emily – 113 খুবই সুন্দর একটি টিভি কেবিনেট। যেকোনো লিভিং রুমে এটি মানানসই। মুহুর্তেই শোভা বাড়িতে তুলতে পারবে আপনার লিভিং রুমের। এর বিশেষত্ব গুলো জানি চলুন-

কালার

এর কালার ন্যাচারাল এবং এন্টিক। দেখতেও নান্দনিক। খুব সহজেই মানানসই যেকোনো পরিবেশে।

ম্যাটেরিয়াল

ক্লিন ড্রাইড বিচ উড দিয়ে তৈরী করা হয়েছে এই টিভি কেবিনেটটি। এর প্রতিটি পার্টস তৈরি করা হয়েছে খুবই মানসম্মত ম্যাটেরিয়াল দিয়ে। প্রতিটি পার্টস ইম্পোর্টেড কোয়ালিটির।

পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরী

এর উপাদানগুলো খুবই ন্যাচারাল এবং পরিবেশ বান্ধব বিচ উড।

Check Price

৬। Ginger – 101

HATIL TV Cabinet Ginger 101

Ginger – 101 একটি যুগোপযোগী এবং আধুনিক টিভি কেবিনেট। এটি আপনার লিভিং রুমের জন্য খুবই উপযুক্ত একটি টিভি কেবিনেট। মিডিয়া সেন্টারকে আকর্ষণীয় করে রাখতে এমন একটি টিভি কেবিনেট এটি। জেনে নিন এই টিভি কেবিনেট এর বিশেষ ফিচার গুলো –

ভার্সেটাইল ডিজাইন

এর ডিজাইন অন্য আসবাব গুলোর তুলনায় একটু আলাদা। এর রয়েছে দুটি পার্টস। একটি হচ্ছে টিভির জন্য এবং অপরটি হচ্ছে টিভির সাথের সামগ্রীর রাখার জন্য।

সুপিরিয়র কোয়ালিটি

এর ম্যাটেরিয়াল খুবই আধুনিক এবং মানসম্মত। প্রতিটি পার্টস ইম্পোর্টেড কোয়ালিটির। তাই এটি যেকোনো অভিজাত বাসার জন্য খুবই উপযুক্ত একটি আসবাব। আপনি নিঃসন্দেহে এই টিভি কেবিনেট আপনার ঘরে নিয়ে আসতে পারেন।

Check Price

৭। Gustav – 122

HATIL TV Cabinet Gustav 122

Gustav -122 একটি ভিন্নধর্মী ডিজাইনের টিভি কেবিনেট। এটির ইউনিক ডিজাইন একে অন্য আসবাব গুলো থেকে আলাদা করেছে। এর আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-

ফাংশনাল স্ট্রাকচার

এর স্ট্রাকচার খুবই ফাংশনাল এবং মানসম্মত। এর কারণে এটি আর দশটা টিভি কেবিনেট থেকে একটু আলাদা।

কালার

এর কালার ন্যাচারাল এবং এন্টিক। যার কারনে খুব সহজেই যেকোনো পরিবেশে মানিয়ে যায়। দেখতেও মনোরম লাগে।

Check Price

৮। Mozart – 111

HATIL TV Cabinet Mozart 111

Mozart – 111 একটি আধুনিক কোয়ালিটির টিভি কেবিনেট। অনেকেই এমন একটি টিভি কেবিনেট কেনার স্বপ্ন দেখেন। এর অনক গুলো বিশেষ ফিচার রয়েছে যা আপনার জানা উচিত-

অল্প জায়গায় মানানসই

এটি ছোটোর মধ্যে একটি সুন্দর টিভি কেবিনেট। দেখতেও খুব ক্লাসি৷ যারা কম জায়গায় একটি টিভি কেবিনেট ফিট করাতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই টিভি কেবিনেট পছন্দ করে নিতে পারেন। আপনার লিভিং রুমকে করে তুলতে পারেন আকর্ষণীয়।

কালার

এর কালার পুরোপুরি এন্টিক। এর কালার ফিনিশিংও অসাধারণ। সাধারণ একটি লিভিং রুমকে ক্লাসি একটি লুক দিতে পারে এই টিভি কেবিনেট।

Check Price

৯। Schubert – 124

HATIL TV Cabinet Schubert 124

Schubert – 124 এমন একটি টিভি কেবিনেট যা এক দেখাতেই সকলের পছন্দ হবার মত। খুব সহজেই আপনার বাড়ির ডেকোরেশন এর কাজ করবে। আপনাকে একটুও বাড়তি কষ্ট করতে হবে না সাজসজ্জার জন্য। এর আরো কিছু গুণাবলি জানুন-

ইউনিক সাইজ

এর সাইজ একদম সার্প লম্বা সাইজ। একটি আধুনিক ও বড় লিভিং রুমের জন্য বলতে গেলে একদম পার্ফেক্ট। বাড়িতে ঢুকেই যে কারো নজর কাড়বে এই টিভি কেবিনেট।

ফিনিশিং ও কালার

এর ফিনিশিং খুবই প্রফেশনাল। যার কারণে দেখতে খুবই মার্জিত ও দৃষ্টিনন্দন। কালার এন্টিক ও ন্যাচারাল।

Check Price

১০। Skipper – 118

HATIL TV Cabinet Skipper 118

Skipper -118 সবার পছন্দ হবার মত একটি টিভি কেবিনেট। সকলেই এক দেখায় এটি পছন্দ করে নিবে। তবে জেনে নিন এর ফিচার গুলো আপনার জন্য উপযুক্ত কিনা-

মাল্টি ফাংশনালিটি

এই টিভি কেবিনেট এর ফাংশন খুবই ইউনিক। এটি ডাবল পার্টস এর একটি টিভি কেবিনেট। অর্থাৎ পাশাপাশি দুটি পার্টস। আপনি যদি আপনার লিভিং রুমের জন্য বড় এবং অভিজাত একটি টিভি কেবিনেট খুঁজে থাকেন তাহলে এই টিভি কেবিনেট হবে আপনার জন্য উপযুক্ত।

ইম্পোর্টেড হার্ডওয়্যার

এর প্রতিটি পার্টস তৈরী করা হয়েছে সুপিরিয়র কোয়ালিটির উড থেকে। এগুলো পুরোপুরি ইম্পোর্টেড কোয়ালিটির। একজন রুচিশীল মানুষের লিভিং রুমে এমন একটি টিভি কেবিনেট খুবই মানানসই। মুহুর্তেই আকর্ষণ কেড়ে নেয় যেকোনো মানুষের।

Check Price

১১। Wilson – 126

যুগের সাথে যারা তাল মিলিয়ে চলতে পছন্দ করেন তাদের জন্য Wilson – 126 টিভি কেবিনেট খুবই উপযুক্ত একটি কেবিনেট। তবে আপনাকে এই কেবিনেটটি সাজেস্ট করার আগে আপনি জেনে নিন এই টিভি কেবিনেট এর বিশেষ বৈশিষ্ট্য গুলো –

কালার ভ্যারাইটি

Wilson – 128 টিভি কেবিনেট এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর কালার৷ এর কালার হচ্ছে ন্যাচারাল এবং হোয়াইট। বর্তমানে এই ইউনিক কালারে টিভি কেবিনেট এর খুবই চাহিদা। কালারেই স্মার্টনেস প্রকাশ পায়।

ইম্পোর্টেড কোয়ালিটির হার্ডওয়্যার

এটি এক দেখাতেই এর কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা চলে আসবে। এর প্রতিটি পার্টস তৈরী করা হয়েছে ক্লিন ড্রাইড বিচ উড থেকে। এবং এর ফাংশনালিটিও খুবই অসাধারণ।

Check Price

১২। Winnie – 123

HATIL TV Cabinet Winnie 123

অসম্ভব সুন্দর একটি টিভি কেবিনেট হল Winnie – 123। অনেকেই পছন্দ করবে এটি৷ তাই একটি Winnie টিভি কেবিনেট ঘরে আনলে আপনার, পরিবারের এবং ঘরে যারা আসবে সকলেরই খুব পছন্দ হবে। তাই এটি কেনার আগে জেনে নিন এর সম্পর্কে কিছু তথ্য –

মার্জিত ও মনোরম ডিজাইন ও কালার

এর কালার এন্টিক। বর্তমানে এন্টিক কালারের ফার্নিচারের ডিমান্ড অনেক বেশি। কারণ এগুলো দেখতে খুবই স্মার্ট লাগে। এর ডিজাইন সিম্পলের মধ্যে খুবই মার্জিত ও আধুনিক।

পারফেক্ট ফিনিশিং এবং মানসম্মত ফিচার

এর ফিনিশিং খুবই প্রফেশনাল হবার কারণে দেখতে খুবই ক্লাসি মনে হয়। একজন রুচিশীল মানুষের এই টিভি কেবিনেটটি পছন্দ হবেই। আপনার লিভিং রুমে এই টিভি কেবিনেট এর উপস্থিতি খুবই নান্দনিক একটি পরিবেশ তৈরী করবে।

Check Price

আরো দেখুন: হাতিলের অন্যান্য সেরা টিভি ওয়াল কেবিনেট ডিজাইন

একটি আধুনিক লিভিং রুমের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর মিডিয়া সেন্টার। মার্জিত ও নান্দনিক ডিজাইনের একটি টিভি কেবিনেট হচ্ছে সেই মিডিয়া সেন্টারের মূল বিষয়বস্তু। লিভিং রুম সাজাতে আমরা কমবেশি টাকা ব্যয় করি। আর আমাদের এই টাকা ব্যয়কে অর্থবহ করে তুলতে চাইলে অবশ্যই সামর্থ্যের মধ্যে একটি অভিজাত ও সময়োপযোগী টিভি কেবিনেট কেনা উচিত।

আপনার লিভিং রুমে কোন টিভি কেবিনেটটি মানাবে তা নিশ্চয়ই আপনি আমাদের থেকে বেশি জানেন। আর যদি নাও জেনে থাকেন আমাদের এই আর্টিকেলটি পড়ে এখন নিশ্চয় অবশ্যক ধারনাগুলো পেয়েছেন। আপনার রুমের আকার, দেয়ালের রং, পারিপার্শ্বিক বিষয় সবকিছু মাথায় রেখে একটি টিভি কেবিনেট কিনবেন। এজন্যই আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

পরিশেষে ,

আধুনিক লিভিং রুমের মূল আকর্ষণ হলো মিডিয়া সেন্টার, আর সেটির কেন্দ্রবিন্দু টিভি রাখার কেবিনেট। অভিজাত ও সময়োপযোগী কেবিনেট বেছে নিলে আপনার লিভিং রুমের সৌন্দর্য বহুগুণে বাড়বে। কেবিনেট কেনার সময় রুমের আকার, দেয়ালের রং ও অন্যান্য বিষয় মাথায় রাখা জরুরি। 

সবকিছুর উর্ধ্বে আপনার রুচির প্রতিফলন ঘটে ঘরের আসবাবে, তাই সঠিক পছন্দ করুন। আমাদের পরামর্শ অনুসরণ করলে আপনি সহজেই আপনার পছন্দের টিভি কেবিনেট খুঁজে নিতে পারবেন। লিভিং রুমের সৌন্দর্য বাড়াতে এবং আপনার বিনিয়োগ সার্থক করতে একটি মানানসই টিভি কেবিনেট বেছে নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।