Best of divan designs and pricing Best of divan designs and pricing

ডিভান এর ডিজাইন ও দাম – ২০২৫ সালের সেরা ডিজাইন

একটি ডিভান যেকোনো ঘর ডেকোরেশন এর ক্ষেত্রে একটি অত্যাধুনিক সংযোজন। এটি একদিকে যেমন ঘরের

ঘর ডেকোরেশনের নতুন সংযোজন হতে পারে ডিভান সোফা। এটি একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় অন্যদিকে বিশ্রামের জন্য খাটের বিকল্প তৈরি করে দেবে। কাঠের ডিভান যুগ যুগ ধরে তৈরি হলেও আধুনিক ডিভানগুলোর ফিচার ও ফাংশনালিটি এক অনন্য পর্যায়ে চলে গিয়েছে। 

তাই বাংলাদেশের সেরা ফার্নিচার ব্র্যান্ড HATIL– আপনার জন্য নিয়ে এসেছে বিশ্বমানের সেরা ডিজাইনের ডিভান। হাতিলের ওয়েবসাইট ভিজিট করে সাধ্যের মধ্যেই সমসাময়িক ডিজাইনের ডিভান পেয়ে যাবেন। আপনার কেনাকাট সহজ করতে এবার আমরা HATIL- এর চমৎকার ডিজাইনের ৫টি ডিভান দেখে নিবো—

ডিভানের ব্যবহার

ডিভান জাতীয় আসবাব এবং সোফা আকৃতির। এটি সোফা কাম বেডের মত নয়। তবে আসবাবটি স্পেস এর তুলনায় ছোটখাটো একটি বেডের মতো। যেখানে একজন ব্যক্তি অনায়াসে গা এলিয়ে বিশ্রাম করতে পারে। সুতরাং আপনি এক খরচে বেডের এবং সোফার সুবিধা পাচ্ছেন। এদিকে আপনার ঘরের অতিরুক্ত বেড কেনার ঝামেলা থেকেও মুক্তি পাচ্ছেন। আর বেঁচে যাওয়া জায়গাটুকু হতে পারে আপনার বাচ্চার খেলার জায়গা বা আপনার পরিবারের সদস্যদের রিল্যাক্সের জন্য উপযুক্ত একটি জায়গা। 

আরো পড়ুন: সেরা চেয়ার কাম ল্যাডার: চেয়ার দিয়েই মইয়ের কাজ সারুন

কেন ডিভান কিনবেন?

দিনরাত যেকোনো সময় ডিভানকে নিজের প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র সোফা এবং সিঙ্গেল বেড হিসেবে প্রশংসনীয় এমন নয়। আরও অনেকগুলো সুবিধা আছে –

  • বেশ ফাংশনাল এবং ফেব্রিক্স ফ্লেক্সিবেল যার কারণে বিভিন্ন জায়গায় বহনের একটা সুবিধা থাকছে। সনাতন ধর্মী আসবাবের (যেমন চেয়ার বা বেড) মতো ভারী নয়।
  • যে দামে আপনার বেড কিনতে অনেক টাকা খরচ করবেন, সেখানে ডিভান অর্ধেক দামে কিনতে পারছেন। সুতরাং ডিভান আপনার টাকা আপনার পকেটে ফেরত আসছে। তাহলে আপনার স্মার্ট চয়েজ আকাশচুম্বী দরদাম থেকে আপনাকে মুক্তি দিচ্ছে।
  • ঘরের স্বল্প জায়গায় সোফা এবং এক্সট্রা বেড অবশ্যই বাড়তি জায়গা অপচয় করবে। সেক্ষেত্রে আপনাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে বাজারে এসেছে ডিভান।
  • কতকগুলো পণ্য রাজকীয় মার্জিত রূপ, কতকগুলো আধুনিক এবং স্মার্ট রূপ আপনার চোখ ধাঁধিয়ে দেবে।
  • এছাড়া আপনার প্রিয় ঘরের কোন সাজিয়ে তুলতে ডিভানের জুড়ি মেলা ভার। ডিভানের ডিজাইন অতিথিদের দৃষ্টি আকর্ষণ করবে যা আপনার রুচি বোধের পরিচায়ক। আপনার বুদ্ধিমান পছন্দ আপনাকে সুযোগ করে দেবে প্রশংসিত হবার ।

আরো পড়ুন: জেনে নিন হাতিলের সেরা ১০টি নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল সর্ম্পকে

সেরা কিছু HATIL- এর ডিভান সোফার ডিজাইন

হাতিলের ডিভান সোফা কেবল একটি আসবাব নয়; এটি আরাম, স্থায়িত্ব, এবং নান্দনিকতার এক অনন্য মিশ্রণ। অসংখ্য ডিজাইনের মধ্যে থেকে আপনার বাসার সাধে মিল রেখে হাতিলের সেরা ডিভানটি নিন। আমরা ট্রাডিশনাল ও মডার্ন সবরকম ইনটেরিয়রের জন্য নিতে পারবেন এরকম সেরা ৫টি ডিভানের তালিকা করেছি—

১. HATIL ডিভান Flamenco-105

Hatil Divan Flamenco-105

HATIL Divan Flamenco-105

প্রাইজ জানুন

হাতিলের Flamenco-105 ডিজাইন খুব এলিগ্যান্ট নকশার একটি ডিভান। এটি মূলত খোলা জায়গার বসার ঘরের জন্য তৈরি করা হয়েছিল। এতে ঘাড় এবং মাথার আরামের জন্য দারুণ একটি হেডরেস্ট কুশন রয়েছে। 

আবার এর ব্যাকসিট সম্পূর্ণটাই কুশন দিয়ে তৈরি। তাই দীর্ঘ সময় ধরে বসলেও কোনো প্রকার অস্বস্তি বা ব্যাথার অনুভূতি হবে না। এছাড়া ডিভানটির উচ্চতা লম্বা ও কম লম্বা সকল ধরনের ব্যবহারকারীদের জন্য উপযোগী। সৌন্দর্যের কথা মাথায় রেখে এর ইঞ্জিনিয়ার্ড কাঠে একেবারে প্রাকৃতিক কাঠের আবহ দেয়া হয়েছে। 

ডিভানটির সবটুকু কাঠ টেকসই অ্যান্টিক ফিনিশ – ইতালিয়ান আল্ট্রা ভায়োলেট (ইউভি) এবং পলিউরেথেন (পিইউ) ল্যাকার দিয়ে তৈরি। আমদানি করা উচ্চ মানের হার্ডওয়্যার আর নরম ফ্যাব্রিকের Flamenco-105 আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না।

২. HATIL ডিভান  Bermuda-110

Hatil Divan Bermuda-110

HATIL Divan Bermuda-110

প্রাইজ জানুন

আপনার বাড়িতে বিলাসবহুল ইনটেরিয়র করতে চাইলে Bermuda-110 দিয়ে সহজেই করে নিতে পারবেন। খুবই মার্জিত ডিজাইনের এই ডিভানটি আপনার বসার ঘরের পুরো দৃষ্টিভঙ্গিকে একেবারে পাল্টে দেবে। যারা আধুনিক বাড়ির জন্য মিনিমালিস্ট সোফা খুঁজে থাকেন তাদের জন্য এটি প্রথম চয়েস হবে।

এর উপর থেকে নিচ পর্যন্ত শুধু মনোমুগ্ধকর ডিজাইন রয়েছে। একঘেয়ে দিনের পর আরামদায়কভাবে ঘুমানোর জন্য ডিভানটি বেশ ভাল হবে। দুর্দান্ত আর্মরেস্টের পাশাপাশি সম্পূর্ণ আরামদায়ক ফোমের কুশন পাবেন। কুশনের ব্যাকপ্যাডগুলি স্বস্তির সাথে ডিভানটিকে বেশ টেকসই করে তুলে। তাই খুব বেশি ব্যবহার করা হলেও এর কোনো ক্ষতি হয় না।

সবশেষে ঐতিহ্যবাহী রঙের সাথে অ্যান্টিক ল্যাকুইর ফিনিশের ডিভানটি সুন্দর স্টুডিওর মত পরিবেশ তৈরি করে। তাই বসার পাশাপাশি ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও রেকর্ড করলেও দেখতে খুব সুন্দর লাগে।

৩. HATIL ডিভান Siesta-106

Hatil Divan Siesta-106

HATIL Divan Siesta-106

প্রাইজ জানুন

একটু প্রাচীন আমলের আর্ট ও ডিজাইনসহ বিইলাসবহুল ইনটেরিয়র করতে চাইলে আপনার লিভিং রুমে Siesta-106 সেট আপ করে নিতে পারেন। খুবই মার্জিত ডিজাইনের এই ডিভানটি আপনার বসার ঘরের পুরো আউটলুক একেবারে পাল্টে দেবে। যারা পুরনো বাড়ির জন্য মিনিমালিস্ট ডিভান সোফা খুঁজে থাকেন তাদের জন্য এটি পারফেক্ট হবে।

এই ডিভানটিতে মধ্য-শতাব্দীর মত আল্পনা করা আঁটসাঁট পা রয়েছে। সাথে একটি বড় গোলাকার আর্মরেস্ট ও ব্যাকরেস্ট আছে, যার কারণে সম্পূর্ণ শরীর এলিয়ে দিয়ে বসা যায়। সুন্দরভাবে কারুকাজ করা ফোমের সিট কুশন বেশ নরম হবে। শক্ত ফ্রেমের সাথে স্থির প্যাড এবং রুচিশীল হালকা বা গাঢ় রঙ এটিকে এন্টিক লাভারদের তালিকায় প্রথমে রেখেছে।

৪. HATIL ডিভান Clyde-108

Hatil Divan Clyde-108

HATIL Divan Clyde-108

প্রাইজ জানুন

Clyde-108 খুবই মার্জিত ও ছিমছাম কারুকাজ করা ক্লাসিক ডিভান সেট। পোস্ট মডার্ন এরার সাথে এর ডিজাইন একেবারে মিলে যায়। শক্ত ভিনিয়ার্ড ইঞ্জিয়ার্ড কাঠের সাথে ভিতরে একটা ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে ডিভানটি।

ফোমের কুশন ছাড়া অন্য বাড়তি অংশ না থাকার কারণে ডিভানটিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। বাইরের অতিথিরা দেখে বেশ অবাক হবে। ডিভানটির কুশনে লুকানো ব্যাকরেস্ট রয়েছে যার সাথে হেলান দিয়ে বসে বা শুয়ে থাকা যায়। এর সাইজ এত বন্ধুসূলভ যে বাসায় বেশি জিনিসপত্র থাকলেও এটা রাখতে কোনো অসুবিধা হবেনা।

এই ডিভানটিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। যেমন— এক কাপ কফি খাওয়া, ঘুমানো বা অলস বিকেলে শুয়ে আপনার প্রিয় টিভি শো উপভোগ করা যাবে। সব মিলিয়ে হাতিলের ইঞ্জিনিয়ারড কাঠের ফ্রেম ডিভানটিকে অন্যান্য ফার্নিচারের চেয়ে ৬ গুণ বেশি স্থায়িত্ব দেবে।

৫. HATIL ডিভান Louisiana-109

Hatil Divan Louisiana-109

HATIL Divan Louisiana-109

প্রাইজ জানুন

বসার ঘরে এবং আরাম করার জন্য একটি পরিপূর্ণ ডিভান পেতে হলে Louisiana-109 নিঃসন্দেহে সেরা ডিজাইন হবে। একেবারে খাটের মত দেখতে ডিভানটি মূলত লিভিং রুম এবং গেস্ট রুমগুলির জন্য মানানসই হবে। 

এতে বেশ বড়সড় হেডবোর্ড ও ব্যাকরেস্ট আছে যা সচরাচর অন্য কোনো ডিভানে দেখা যায়না। আপনি অতিরিক্ত জায়গাতে বই এবং দৈনন্দিন জীবনের ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। অনেকে এই ডিভানে বসেই সকালের নাস্তা করতে পছন্দ করে। তাই একইসাথে মার্টিপল পারপাজে ব্যবহার করার জন্য এটা আমাদের টপ সেলিং ডিভান।

সবচেয়ে ভাল পারফরমেন্স পেতে আপনি এটি একটি দেয়ালের বিপরীতে বা জানালার পাশে রেখে ব্যবহার করতে পারেন। এটাতে লম্বা ও আড়াআড়ি দুভাবেই বসা ও শোয়া যায়, যার কারণে আপনি ইচ্ছেমত কুশন ও বালিশ রেখে সাজিয়ে নিতে পারবেন। এতে রয়েছে নরম সুতির প্যাডেড কুশন যা আপনি টেরই পাবেন না। 

৬. Waikiki-101

Check Price

কারুকাজ এবং ব্যবহার এ ক্লাসিক্যাল ডিজাইনেরগুলোর মধ্যে Waikiki-101 বেশ জনপ্রিয়। এটি ডিজাইন করা হয়েছে জায়গার স্বল্পতা এবং পরিবেশের সাথে মানানসই করার জন্য। এছাড়া এটি জায়গার স্বল্পতা এবং অর্থের অপচয় দুটো সমস্যারই সমাধান করতে পারে। ষোড়শ শতাব্দীতে ফ্রান্সে এটি জনপ্রিয়তা পায়। ফটোশুট, বন্ধুদের সাথে আড্ডা বা পারিবারিক সময় কাটানোর জন্য হতে পারে বেশ মানানসই একটি আসবাব । 

এছাড়া সুন্দর একটি বই সাথে এক কাপ কফি আর ডিভানের কে সঙ্গে নিয়ে কাটানো মুহূর্তগুলো আপনার প্রশান্তিকে বাড়িয়ে তুলবে আর পরিবেশকে করে তুলবে আরামদায়ক। টপ নক্স ফেব্রিক্স দিয়ে তৈরি ,যা অতীতের মত বেশ জনপ্রিয়। এছাড়া প্রয়োজনীয় স্পেস এবং মানসম্মত ইঞ্জিনিয়ার কাঠের তৈরি নকশা পণ্য সম্পর্কে উন্নত মানের ধারণা দেয় যা পরিবেশ বান্ধব।

৭. Paradise-103

Check Price

বাজারে আসা নতুন প্যারাডাইসের ধরন এবং নির্মাণশৈলী বেশ ভিন্ন ধরনের। তবে ডিজাইনটি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা পেয়েছে। এটি অত্যন্ত উঁচুমানের এবং এর কাঠের তৈরি অংশটি বেশ সুন্দরভাবে এবং টেকসই ও মজবুত ভাবে তৈরি করা হয়েছে। চারপায়ার কারুকাজ এবং এর সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা আছে নকশাগুলোর।

এটি সাধারণ তবে স্মার্ট এবং আধুনিকতার ছোঁয়ায় পূর্ণ যা আপনার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আপনি আপনার পরিবারের সঙ্গে, আপনার প্রিয় মানুষগুলোর সাথে নিজ সময় কাটাতে পারছেন। এছাড়া এটি আপনি আপনার ঘরের যেকোনো জায়গায় রাখতে পারেন। আবার এটি বেশ ফ্লেক্সিবেলভাবেও পাবেন কারণ এতে রয়েছে উন্নত মানের সূক্ষ্ম ফেব্রিক্স, যা খুবই নরম এবং কালার কম্বিনেশন আপনার পছন্দসই হবে।

৮. Avon-107

Check Price

অত্যন্ত সাধারণ এবং মার্জিত রূপে বাজারে এসেছে Avon ,যা আপনার ঘরের সিম্পল লুকটিকে গর্জিয়াস রূপে রিপ্রেজেন্ট করবে। বক্স টাইপের এই ডিভানটি আপনি পাবেন একদম আপনার বাজেটের মধ্যেই সুলভ মূল্যে। যা আপনার ঘরকে অত্যন্ত সুন্দরভাবে সিম্পল এবং আধুনিক সাজে সাজাবে। এছাড়া কুশনগুলো উচ্চমানের ফেব্রিক্স দিয়ে তৈরি, যা আপনার প্রশান্তির জায়গাকে অন্তত আরামদায়ক করে তুলবে। 

এই ডিভান সোফার ফোমের কোয়ালিটি এবং ডিভান তৈরির কাজে মান ও ভাল, যা আপনাকে পণ্যটির মান সম্পর্কে নিশ্চিত করবে। পণ্যটি অত্যন্ত অল্প ওজনের হওয়ায় ,বহনের সুবিধা তো আছেই, এমনকি অল্প জায়গায় অনায়াসে মানিয়ে যেতে পারে। তাছাড়া পণ্যটির কুশনের কালার স্পেস ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তাহলে আর অপেক্ষা কিসের ঝটপট পছন্দ করে নিয়ে আসুন আপনার প্রিয় পণ্যটি আপনার ঘরে।

কেন হাতিলের ডিভান সোফা কিনবেন?

হাতিল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড। তাদের ডিভান সোফাগুলো মান, নকশা এবং স্থায়ীত্বের জন্য বিখ্যাত। নিচে হাতিলের ডিভান সোফা কেনার সকল সুবিধাসমূহ বর্ণনা করা হলো—

  • উচ্চ মানসম্পন্ন কাঠ ও উপকরণঃ হাতিলের ডিভান সোফাগুলো তৈরি হয় উচ্চমানের কাঠ, যেমন শোরামিক ও বিচ কাঠ দিয়ে, যা টেকসই এবং পরিবেশবান্ধব।
  • আধুনিক এবং আকর্ষণীয় নকশাঃ হাতিল সব সময় আধুনিক ও ক্লাসিক ডিজাইনের সমন্বয়ে তৈরি করে বলে যেকোন ঘরের ইন্টেরিয়রের সঙ্গে মানিয়ে যায়।
  • আরামদায়ক অভিজ্ঞতাঃ হাতিলের ডিভান সোফাগুলো আরামদায়ক প্যাডিং ও কুশন থাকার কারণে আরামদায়ক বসার অভিজ্ঞতা নিশ্চিত করে। তাই কোনোরকমের পার্শ্ব প্রতিক্রিয়া হয়না।
  • দীর্ঘস্থায়ী পণ্যের গ্যারান্টিঃ টেকসই কাঠামো এবং চমৎকার কারিগরি দক্ষতায় হাতিলের ডিভান সোফাগুলো যেকোনো রকম আবহাওয়ার সাথে যুদ্ধ করে দীর্ঘ বছর পর্যন্ত ব্যবহার উপযোগী হয়।
  • পরিবেশবান্ধব নীতিঃ হাতিল পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে। ইকো ফ্রেন্ডলি ইঞ্জিনিয়ার্ড উড টেকসই হয় এবং প্রকৃতির ও ব্যবহারকারী দুক্ষেত্রেই কোনো প্রতিক্রিয়া করেনা।
  • আফটার সেলস সার্ভিসঃ কেনার পর কোনো সমস্যা হলে হাতিল তাদের গ্রাহকদের সহায়তা প্রদান করে। এক্ষেত্রে ১ বছরের মধ্যে সম্পূর্ণ রিপ্লেসেমেন্ট ওয়ারেন্টি ও ৩ দিনের মধ্যে রিফান্ড সুবিধা পেতে পারেন।
  • বিশ্বব্যাপী স্বীকৃত ব্র্যান্ডঃ হাতিল বাংলাদেশের বাইরেও বিশ্বব্যাপী স্বীকৃত এবং গ্লোবালি পুপলার ডিজাইন নিয়ে কাজ করে, তাই ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ায়।

ডিভান কেনার আগে কি কি বিষয় বিবেচনা করতে হবে?

ডিভান কেনার আগে আপনার বাজেট, কালার, জায়গা এসব সম্পর্কে ভালমত স্টাডি করে নিতে হবে। তাহলেই আপনার ঘরের জিনিসটার সৌন্দর্য ফুটে উঠবে।

১ম ধাপঃ বাজেট ঠিক করা

আপনার পণ্যটি কেনার আগে পণ্য সম্পর্কে যথাযথ ভাবে জানার পর পণ্যটির বাজেট নির্ধারণ করুন। যাতে পণ্যটি কেনার সময় আপনার দুশ্চিন্তায় পড়তে না হয় এবং বাজেটের ঝামেলায় পড়ে, প্রিয় পণ্যটি রেখে আসার মতো দুঃখ জনক ঘটনার সম্মুখীন না হতে হয়। এজন্য বুদ্ধিমানের মত কাজ হবে যদি আপনি পণ্যটির বাজেট আগে থেকেই নির্ধারণ করে রাখেন।

২য় ধাপঃ কালার কম্বিনেশন করা

আপনার পছন্দের ডিভানের কালার কম্বিনেশন যদি মানানসই না হয়, তবে আপনার এতো খাটনি বৃথা। ঘরের রং এর সাথে তাল মিলিয়ে তাই পছন্দ করতে হবে প্রিয় আসবাবটির রং। ঘরে হালকা কালারের সাজানো-গোছানো আসবাবগুলো বেশ সুন্দর লাগে। আবার হালকা রংয়ের ঘরগুলোতে রাজকীয় স্টাইলের আসবাবগুলো দেখতে বেশ দারুন লাগে। তবে বর্তমানে বাজারে আসা আধুনিক ডিভান ডিজাইন ঘরের সাথে বেশ মানানসই। এছাড়া ডিভানের সাথে যে কুশন থাকে তার কালারের ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে।

আরো পড়ুন: সোফা কাম বেডের দাম সহ বিস্তারিত আলোচনা

৩য় ধাপঃ উপযুক্ত জায়গা খোঁজা

অনেক কষ্ট করে বেছে বেছে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করলেন। এখন ব্যাপার হচ্ছে আপনার বাড়ির জন্য পারফেক্ট হলেও রাখবেন কোথায় বা ঘরের কোন অংশে বেশি মানাবে? সে ক্ষেত্রে ডিভান আপনার বেডরুমের এক কোণে বেশ ভালো দেখাবে এবং আপনার বেড অগোছালো হওয়ার হাত থেকে রক্ষা করবে। এতে আপনি যদি ব্যাচেলর হন, তবে তো কথাই নেই। 

ডিভান সোফা বাসা-বাড়ি সহ আর কোথায় ব্যবহার করা যায়?

রেস্টুরেন্ট, স্টুডিও সহ গেস্ট রুম বা বড় এপার্টমেন্টের করিডোরে ডিভান সোফা ব্যবহার করা যায়।

  • রেস্টুরেন্টঃ খাওয়া-দাওয়া থেকে শুরু করে, আড্ডা ,ঘোরাঘুরি সব ক্ষেত্রেই ডিভানের ব্যবহার আছে। আজকালকার রেস্টুরেন্ট গুলো আমাদের ঘরের মতোই হয়ে গেছে। অনেকে রেস্টুরেন্ট সাজাতে যোগ করেছে প্রাকৃতিক পরিবেশ, সেখানে প্রশান্তি বাড়ানোর জন্য ডিভান হতে পারে বেশ কাজের পণ্য।
  • স্টুডিওঃ স্টুডিও বা শোরুমে অতিথির কেনাকাটা বা ঘোরাঘুরিতে এক নতুন মাত্রা যোগ করে বিশ্রাম। সেখানে গৎবাঁধা সেকেলে চেয়ার-টেবিলের তুলনায় হবে ডিভান হবে বেশ কাজের ।
  • গেস্ট রুম বা করিডোরঃ এক কাপ কফি হাতে মেঘলা আকাশ দেখা আর রবীন্দ্রনাথের বই বা হুমায়ুনের উপন্যাস উপভোগ করার চান্স কেউ মিস করতে চাইবে না। সেক্ষেত্রে ডিভান আপনার প্রশান্তিতে যোগ করবে এক অন্য মাত্রা । এদিকে অতিথি আপ্যায়নে গেস্টরুমে তাদের রিলাক্সের জন্য যদি ডিভান রাখা হয়, তবে ক্ষতি কি ?

উপসংহার

হাতিল তিন দশকে বাংলাদেশের আসবাবপত্র শিল্পে বিপ্লব ঘটিয়েছে, একটি কাঠের কোম্পানি হিসেবে বিনয়ের সাথে শুরু করে। দুটি অত্যাধুনিক কারখানা এবং ৭০টি আউটলেট সহ হাতিল বাংলাদেশে একটি গৃহস্থালীর নাম হয়ে উঠেছে।

হাতিল তার ভোক্তাদের জাতীয় ও আন্তর্জাতিক শোরুম, ইকমার্স প্ল্যাটফর্ম, একটি ভার্চুয়াল শপ এবং দেশব্যাপী শিপিং পরিষেবার সাহায্যে সর্বদা প্রস্তুত। তাই আপনি যদি প্রিমিয়াম মানের ম্যাট্রেসসহ সোফার ডিজাইন, চেয়ার ডিজাইন, ওয়ারড্রব ডিজাইনকাঠের আলমারি ডিজাইন দেখতে চান, তাহলে দ্বিতীয় চিন্তা ছাড়াই HATIL বেছে নিন।

কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ

ডিভান সোফা ঘরের কোথায় সেট করা হয়?

সাধারণত ডিভান সোফাগুলো লিভিং রুমে থাকে বা অন্য কোনো রুমের কর্ণারে থাকে। একটু বেশি লাক্সারিয়াস বাসা বাড়িতে সোফার বদলেই বড় ডিভান ব্যবহার হতে দেখা যায়। যেহেতু, জিনিসটা মূলত বসার জন্য বানানো, তাই মূল বেডরুমে রাখা উচিৎ না।

প্রিমিয়াম মানের ডিভানের দাম কেমন হয়ে থাকে?

হাই কোয়ালিটি ডিভান সোফাগুলো তাদের সাইজ অনুযায়ী ১৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এগুলোতে ভাল ফেব্রিক থাকার পাশাপাশি সুন্দর ফিনিশিং থাকে, যা আপনাকে একটু সুন্দর অনুভূতি প্রদান করবে।

কোন স্টাইলের ডিভান সোফা কেনা ভাল?

বাজারে ট্রাডিশনাল ও মডার্ন দুরকমের ডিভান সোফাই পাওয়া যায়। বর্তমানের ফ্ল্যাট বেইজড বাসাবাড়িতে মডার্ন ডিভান বেশি ভাল লাগে। এগুলোর শেপও সোজা সাপ্টা হবার কারণে সহজে ফোল্ড করে রাখা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।